আপডেট : ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৩
আজকের ছড়া/কবিতা
মন মহুয়া
আবদুল্লাহ রাছেল

এলোচুলের গন্ধ ভাসে, মাতাল মাতাল মন
অকারণে মৌমাছি দেয়,ফুলেতে চুম্বন ।
পথ হারিয়ে কালো ভ্রমর,উচ্চস্বরে কাঁদে
গাছের মধ্যে উল্টো ঝুলে,বাবুই বাসা বাঁধে।
করবী ফুল বলছে ডেকে,গুঁজবে কি কেউ খোঁপায়
বধূ যাবে বাপের বাড়ি, কাপড় কাচে ধোপায় ।
স্বপ্ন আঁকা চাঁদনী রাতে,গাঁথবি কে তুই মালা
ঝিঁঝিঁপোকার ঝিল্লি তানে, কান যে ঝালাপালা।
তালসারিতে পুকুর ঘিরে, নাইছে গাঁয়ের বধূ
জোর করে কে নিচ্ছে দেখো,চাঁপা ফুলের মধু।
ছেলেরা সব খেলছে মাঠে, ওই দেখো কেউ আসে
পদ্মফুলের পাপড়িগুলো, অগাধ জলে ভাসে ।
মেহগনির আড়াল থেকে দেখছে ঘুঘু পাখি
ঘুঘুনীকে সুধায় ডেকে, লজ্জা কোথায় রাখি ।
বসন্ত আজ এলো চুলে, বাঁধবে না সে খোঁপা
বায়না ধরে কোলের ছেলে, হাঁটবে না সে দু'পা।
আঁচল খুলে বাঁধছে মুড়ি, যাবে অনেক দূরে
জলঙ্গি নদী পার হয়ে সে, যাবে বহরমপুরে।
শিমুলতলার পথ পেরিয়ে, ফসল ভরা ক্ষেতে
সর্ষে ফুলে মৌমাছিরা,যেথায় ওঠে মেতে।
বসন্ত আজ যেথায় সেথায় ,কূল ছাপিয়ে যাবে
এলোচুলের গন্ধে মেতে,মন মহুয়া খাবে ।