আপডেট : ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৬
আজকের ছড়া/কবিতা
অলীক মর্ত্যলোক
তাছাদ্দুক হোসেন

তাছাদ্দুক হোসেন
কেমন করে কী করে যেন জানি
কেটে গেলো অযুত নিযুত অযুত সময়
পাইনে তো টের
সকালবেলার অরুণ সূর্যখানি
উঠে এলো মাথার উপর গড়িয়ে গেলো
পশ্চিম আকাশময়।
পাশের বাড়ির যে মেয়েটি দোলিয়ে বেনী ছুটতো
বধু হয়ে এখন গোছায় কার যে দুয়ার ঘর
কাউকে ভাবার পায় কি অবসর
যার সাথে রোজ নদীর ধারে মুখর হয়ে উঠতো।
উঠোন পাড়ে রান্নাঘরের কোলটি ঘেঁষে
কুল গাছটির চারা
এইতো গতোকালকে রূপে জল দিয়েছি
যত্নে ভালোবাসায়
সেও বয়সে বুড়িয়ে গেলো
পড়লো কাটা জীবন হলো সারা
মহাকালের অতল তলে হারিয়ে গেলো,
শূন্যে সে মিলায়।
হামাগুড়ি কিশোর যুবক মধ্যবয়স সেও হারালো
কই লুকালো কই
এই পুরনো ব্রহ্মপুত্র বুড়িয়ে যাওয়া
এই পৃথিবীর মুখ
খুব ম্রিয়মাণ বিষণ্ণতায়
হারিয়ে যাবো মিলিয়ে যাব চিরস্থায়ী নই
বস্তুগত দেখছি যা
সে অলীক বসত অলীক মর্ত্যলোক।