Main Logo
আপডেট : ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫৮

আজকের ছড়া/কবিতা

সুখের চিঠি

শেখ সাদিয়া ইসলাম

সুখের চিঠি
শেখ সাদিয়া ইসলাম
হলুদ খামে পাঠিয়ে দিলেম
নীল ছোঁয়ানো গীতি 
সকল সুখের স্মৃতি।
 
আকাশটাকে বন্দী করে
ঢুকিয়ে দিলাম খামে
রংধনুটাও পাল্কি চড়ে
যাচ্ছে তোমার নামে।
 
ঝিনুকমালা পরিয়ে দিলাম
নয় কোনও গল্প না
কথা দিলাম ছন্দ দিলাম
মনমেশা কল্পনা।
 
আবীর পাবে সুবাস পাবে
খুলবে যখন চিঠি
অচিনপুরে বসে আমি
হাসবো মিটিমিটি।
উপরে