আপডেট : ১৩ নভেম্বর, ২০২৩ ০৯:২৮
আজকের ছড়া/কবিতা
আত্মজখম
তাছাদ্দুক হোসেন

বাতাসের ট্রেন
অচিন্ত্যপুর
পাড়ি দেয়
রাতের দুপুরে
জোছনা নূপুরে
সাথে নেয়
নির্জন সুর,
বুকেতে ধরেন
হরেক রকম
দুঃখের হেম
লাল নীল
বেদনা বিলাস
পুরো বারো মাস
কাটা মিল
নানা প্রবলেম
আত্মজখম!