আপডেট : ১২ নভেম্বর, ২০২৩ ১০:২৮
আজকের ছড়া/কবিতা
জীবন যেমন
আশফাকুল নোমান

একটি ঘুড়ি দূর আকাশে উড়ে
একটি ঘুড়ি পালায় রোদ্দুরে
একটি ঘুড়ি ঘোরার নেশায় মাতাল
একটি ঘুড়ি খোঁজে কেবল পাতাল ।
একটি ঘুড়ি মেঘের সাথে মেশে
একটি ঘুড়ি মেঘ পেরিয়ে হাসে
একটি ঘুড়ি সূর্য ছুঁতে চায়
একটি ঘুড়ি আকাশে হারায় ।
সব ঘুড়িই উড়তে কেবল চায়
সব ঘুড়ি কি উড়ার সুযোগ পায়
উড়ায় যে জন নাটাই তাঁর হাতে
চিকন সুতায় জীবন বাঁধা তাতে ।