Main Logo
আপডেট : ৩ জানুয়ারী, ২০২৫ ১১:৫৩

নাগাল্যান্ড-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত

নিজস্ব প্রতিবেদক
নাগাল্যান্ড-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ড ও মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন অনুভূত হয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানেও।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) অনুসারে, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে নাগাল্যান্ডের ফেক জেলার ১২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে (মিয়ানমার সীমান্ত সংলগ্ন স্থানে) এটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার।

ভূমিকম্প অনুভব করেছেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ পূর্বাঞ্চলের অনেক জেলা, এমনকি রাজধানী ঢাকার বাসিন্দারাও। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট নগরের বাসিন্দাদের অনেকে তাৎক্ষণিক ভূমিকম্প হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান দেন। সাংবাদিক কাউসার চৌধুরী ও সাদেক আহমেদ আজাদসহ আরও অনেকে নিজেদের ফেসবুক ওয়ালে ভূমিকম্প টের পাওয়ার কথা বলেন।

নগরের মীরের ময়দান এলাকার গৃহিণী সুলতানা ইসলাম বলেন, বাসায় চেয়ারে বসে থাকা অবস্থায় সিলিং ফ্যানগুলো হঠাৎ নড়াচড়া শুরু করে। আতঙ্কে তাৎক্ষণিক বাসা থেকে বেরিয়ে পড়ি।

ঢাকার আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমারে সীমান্তে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব আহমেদ বলেন, সকাল ১০টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে মৃদু ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৮২ কিলোমিটার উত্তরপূর্ব দিকে ভারত-মিয়ানমার সীমান্তে।

 

উপরে