আপডেট : ৩০ জুন, ২০১৯ ০০:৪২
রাজধানীতে এক তরুন খুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ এলাকায় আজ রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইয়াসিন (১৬) নামের এক তরুন নিহত হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
রাব্বী নামের স্থানীয় এক ব্যক্তি আজ রাতে রক্তাক্ত অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাব্বী জানান, শনিবার রাত ১১টার দিকে হাজারীবাগের টালি অফিসের কাছে ১০-১২ জন কিশোর দাড়ালো অস্ত্র নিয়ে ইয়াসিনকে কোপাতে থাকে। তার চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।